আইপিএল খেলার খবর : তিন নিয়মের বদল আইপিএলে, দেখে নিন কি কি সেগুলি
আইপিএল খেলার খবর – নিয়ম বদল কি কি ?
প্রতিবেদনঃ ২০২৩ মহিলাদের প্রিমিয়ার লিগে নতুন ওয়াইড বল রিভিউ সিস্টেমের ঘোষণা করা হয়। ৩১ মার্চ থেকে শুরু হতে চলছে ছেলেদের কোটিপতি ফ্রাঞ্চাইজি লিগ। আর আসন্ন আইপিএলের আগে টুর্নামেন্টে অনেক নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। মোট তিনটি নিয়মে বদল অ্যানা হয়েছে।
প্রথম, এতদিন অবধি টসের আগে প্রথম একাদশ ঘোষণা করে দিতে হত অধিনায়কদের। কিন্তু এই বারের আইপিএলে তা হচ্ছে না। টসের পরে দলের অধিনায়ক নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ টসের ফলাফলের উপর নির্ভর করে প্রথম একাদশে বদল আনতে পারবেন অধিনায়ক। পাশাপাশি আইপিএলের এক নামজাদা কর্তা জানিয়েছেন এইবার থেকে টসের ঠিক পরেই প্রথম একাদশের তালিকে একে অপরকে দেবেন দুই অধিনায়ক। এর ফল স্বরুপ ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে।
দ্বিতীয়, আগে নির্দিষ্ট সময়ের মধ্যের নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে ম্যাচ ফি থেকে জরিমানা করা হত অধিনায়ককে। কিন্তু এবার থেকে বদল হচ্ছে শাস্তি। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ না করতে পারলে ৩০ গজের পাঁচের বদলে চারজন ফিল্ডার রাখতে হবে দলকে।
তৃতীয়, ফিল্ডিং করার সময় নিয়ম বহির্ভূত ভাবে নাড়াচড়া করলে তার শাস্তি স্বরুপ ৫ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে ব্যাটিং দলকে। সেই বলটিও ডেড বল হিসেবে ধরা হবে। অর্থাৎ, কোনও বল না খেলেই ৫ রান যোগ হয়ে যাবে ব্যাটিং দলের খাতায়।
Leave a Reply